পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ লয়লা মজুত্ব । অতিৰ্থে করিত ভক্তি অতি, দানে কর্ণ সেই মহামতি । প্রজাগণ ঘরে ঘরে, ভাসে আনন্দসাগরে, র্তার রাজ্যে করিয়ে বা তি | একদিন সেই রাজ্যে শ্বর, সভা করি অতি মনোহর । পক্রি মিত্রগঃ লয়ে, পুলকে পূরিত হয়ে, বসিলেন সিংহাসনে পর । মৃগয়াতে যাইতে কাননে, নৃপতি করিয়ে সাধ মনে । দেশিল সযতলে, প্রিয়জন সভা জনে, সাজিতে ত্বরায় সৈন্যগণে ॥ 1ন্ত্র মিত্র আদি মৃত জন, হয়ে সরে अबूल्लिङ মন | ডাকি সব সৈন্যগণে, কহিলেন সেইক্ষণে, দ্রুতগতি করিতে সাজন । সৈন্য চয় পেয়ে অনুমতি, আগুয়ান হল শীঘ্ৰগতি । কুঙ্কর আরূঢ় হয়ে, সভ্য বৃন্দ সঙ্গে লয়, ভূপ বনে চলে হৃষ্টমতি ৷ প্রবেশ করিয়ে ঘোর বন,