পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুম্ম । :* > স্তমৗলে হেরিয়ে মজুত্ব কহিল তখন । প্রিয়ার লালিত্য তুমি করেছ ধারণ ॥ তথায় অাসিযে এক মালী হেন কালে । করাত ধরিল সেই কাটিতে তামালে ৷ তাহ দেখি কহে ধীর মালিরে তৎক্ষণে । এ তরু কাটিবে তুমি কিবা প্রয়োজনে । রাখহ আমার বাণী ন কর ছেদন । প্রিয়ার লালিত্য ইহা করয়ে ধারণ | মালাকার কহে অামি দুঃখী অতিশয় । " এ বৃক্ষ কাটিয়ে অামি করিব বিক্রয় । মালির বচনে কহে মজুত্ব মহামতি । ব্যাকুল না হও মালি স্থির কর মতি ॥ তাহার নিকটে ছিল অপৰূপ শাল । যাহা হেরি হিংসা করে যত মহীপাল ॥’ সেই শাল মালিরে মজুন, করি দান । করুণা করিয়ে বঁাচাইল বৃক্ষ প্রাণ ৷ সেই তমালের তলে বসিয়ে তখন । প্রেয়সীর ভাব মনে ভাবেন আপন । প্রিয় লাগি জ্ঞান হীন চক্ষে ঝরে জল । নিদ্রাগত হল কলেবরে নাহি ৰল । নিদ্রাতে প্রেয়সী ৰূপ করেন দর্শন।