পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪ লয়লা মজুত । তনয়ারে তা হীতে করান আরোহণ ! লয়লারে লয়ে সাধু করিল গমন । আগু পিছু হয়ে চলে যত সেনাগণ । ঙ্গে নকলে আস্তাচলে চলে দিনমণি । তিমির বসন পরি অাইল রজনী ! কুষ্ণপক্ষ নিশি অন্ধকার অতিশয় । তরুলতা আদি কিছু দর্শন ন হয় ৷ তাহে ক্ষুদ্রবন পথ অতি ভয়ঙ্কর । কেহ কারে নাহি দেখে সভয় অন্তর । উটুপাল ছিল যেই সাধু স্থত। সনে । উটেরে তাজিয়ে গেল ভয় পেয়ে মনে। আর যত উষ্ট্র সব সে বনে রহিল । লয়লার তত্ত্ব নিতে কেহ ন পারিল । কাননেতে ভ্ৰমে উট ব্যাকুল অন্তরে । শ্রমে ঘুমাইল সতী তাহীর উপরে । " নিদ্রাবেশে অচেতনে থাকে প্রমোদিনী । হেন কালে অবসন্ন হল তমস্বিনী ॥ প্রভাতে অরুণোদয় হইল গগণে । জাগিয়ে উঠিল ধনী ভয়াতুর মনে ॥ জনক স্বজনে আর দেখিতে ন পায় । একাকিনী উষ্ট্রোপরে করে হায় হায় ৷