পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ । লয়ল মজুনু । তিনি বিন বৃথা এই জীৱন অ’মার ॥ আর প্রাণে কাজ নাই ওগে সহচর । বিষ এনে দাও তাই পান করি মরি। পলকে প্রলয় হয় না হেরে যাহায় কেমনে বাচিব অামি ত্যজিয়ে তাহায় । বলিতে বলিতে ধনী মূচ্ছিত হইল । সখীগণ ধরাধরি করিয়ে তুলিল । বলে কি কঠোর সাধু সাধুর গৃহিণী। সধ করি কন্যারে করিল, অনাথিনী । পগিলেরে কন্যা দান করিবে না বলি । হয় হায় হারাইল সোণার পুতলী ॥ পাগলেরে যদি fদত না হত এ দায় । হায় হায় হেলা করি কি ধন হারায় ॥ সেয়ে মুখ হবে বলে দেয় ভাল বরে। মেয়ের না হলে স্থখ তাহাতে কি করে। কে জানে উত্তম আর কে জানে অধম । যে বর কন্যার প্রিয় সেই সে উত্তম ৷ বিশেষতঃমজুন সম পাত্র কে এমন । রাজা রাজচক্রবৰ্ত্তি মহীশ নন্দন ৷ ৰূপের তুলন। তার নহে ক্ষুধাকর । তাহার কলঙ্ক আছে ব্যক্ত চরাচর ।