পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

व्जशन्न भख्र् । >Sめ@。 অকলঙ্ক নিরমল ৰূপের সাগর – আর কি তেমন আছে অবনী ভিতর। গুণের কি কব কথা সৰ্ব্ব শুস্ত্রি জনে । সুধীর সুশীল অতিশয় বিজ্ঞ জ্ঞানে ॥ বিশেষতঃ সে রঙ্গ কি মনে নাহি কার । দ্বারী এল যখন বধিতে প্রাণ তার । যেই মাত্র খর করবাল করে ধরি । ” কটিতে উদ্যত তারে ভুজ উৰ্দ্ধ করি ॥ নাড়িতে ন পারে ভুজ হইল অচল । বিষম বিপদে দ্বারী হইল বিকল । ভাবিয়ে চিন্তিয়ে ধরে মজুঘর’পদে । হাসিয়ে সুধীর তীরে তারে সে বিপদে ৷ ভক্তি ভাবে ভগবানে করিল স্তবন। দ্বারির দুৰ্গতি হৈল অমনি মোচন। হায় হয় তবু তারে চিনিতে না পারে। তেমন সাধক আর কে আছে সংসারে । কেবল প্রেমের দায়ে হয়েছে বাতুল । ৰ পে গুণে ধনে মানে কেবা সমতুল । লয়লার সনে যদি হইত মিলন । কখনো সে গুণাকর না হত এমন । কোন কালে হেন প্রেম কে শুনে কোথায় ।