পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । >go হেন কালে স্থির চিত্তে শুনিল সকলে । লয়লার কণ্ঠ শুদ্ধ মজনু,মজ নু বলে । বলে সবে আহি মরি ওগে স্থলোচনে । হেন প্রেম দেখি নাই এ তিন ভুবনে ॥ ধন্য ধন্য ধরাতলে তোমরা দুজন । কিছুতে বুঝিল নাকি সাধু অভাজন । বুঝি কোন দেব দেবী এই অবনীতে । এসেছেন প্রেমের মাহাত্ম্য বিস্তারিতে | হেন কালে সুন্দরীর হইলু চেতন । বলে কই কই মোর প্রাণের রতন ॥ সখীগণ বলে সতি স্থির কর মন । রাখ রাখ আমাদের এই নিবেদন ॥ সরস বসন্ত ঋতু এসেছে ভুবনে । বড় শোভ হইয়াছে নিকুঞ্জ কাননে ॥ " চল তথা মন ব্যথা হবে৯নিবারণ । দেখিয়ে জুড়াবে আঁকি সুস্থ হবে মন ॥ শুনি সখী স্কন্ধে কর দিয়ে সাধুবালা । নিকুঞ্জ কাননে চলে যেন মতেয়াল ।