পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু। పి: নিজ পরিমাণ অল্প করেন সংসারে । যত জর জীর্ণরোগি হল রোগ মুক্ত" অত্যন্ত বৃদ্ধেরে মন হল রস যুক্ত ॥ হইল তাহারা যেন পুম নৰতনু । মূৰ্ত্তিমান হল যেন আবার অতনু ॥ এই কালে দোলে দোলে রাধা শ্যামরায় । সে ৰূপ স্বৰূপ ৰূপ না দেখি কোথায় ॥. দেখি মাত্র শশী নবনীরদ গগণে । কিন্তু তার সমতুল হইবে কেমনে ॥ সুধাংশু কলঙ্ক পূর্ণ বিখ্যাত ভুবন । বৃষ্টি ছলে নব ঘন কাদয়ে সঘন । , হেরি সে যুগল ৰূপ যত ভক্তগণ । প্রেমরস পারাবাবে হইল মগন । অবির খেলায় লোকে মহা রঙ্গে ভঙ্গে । বসস্ত রাগিণী 'গীত গায় নীল রঙ্গে ॥ কাটাইয়ে দুরন্ত শীতের ঘোর দায় । বারবধু বার দিয়ে পথ পানে চায় । রসের সাগর যত নবীন নগর । মনের হরিষে তার আসে নিরস্তর । এই ৰূপে রস নব রসেতে রসিয়ে । রসরাজ ঋতুরাজ ভেটিল অভ্যাসিয়ে ।