পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AR লয়লা মজুনু । অমনি বসন্তুরাজ ভাসি প্রেম নীরে । অলিঙ্গন দিলা আসি সে রস রাণীরে । অনন্তর করাদায় করিবার তরে । পাঠান সসৈন্য স্মরে প্রজার গোচরে । অইল কন্দৰ্প দৰ্পে পরম রঙ্গেতে । রাজার সভাস্ত যত তাইল সঙ্গেতে । দুতীৰূপ-নিশা দিল” সংবাদ সত্ত্বর । সংযোগিজনের দিল রসরঙ্গ কর ॥ বিরহি মণ্ডলে কর না পাইয়ে স্মর । অজ্ঞান’করিল সবে প্রহারিয়ে শর । সহায় হইল শশী মলয় পবন । কেমনে বঁাচিবে তবে নরের জীবন ৷ কলঙ্ক ভূষিত চন্দ্র বিখ্যাত সংসার । প্রাণি বধ করিবারে কি ভয় তাহার । জগৎ প্রাণ হয়ে প্রাণ বধ সমীরণ । ’ তোমার এ রীতি কেন কহ ন কারণ । ~ পুষ্পবনে লয়লার ভাব বর্ণন ।

  • -*

সখী সনে উপবনে এল সাধুবালা । মনে ভাবে জুড়াইব বিরহের জ্বালা ।