পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মকুনু । >bሥጓ আর কি পাইবে ভুজ তব আলিঙ্গন। আর কি পাইবে মুখ প্রমুখ চম্বন'r আর কি এমন ভাগ্য হইবে অামার । মিলন সলিলে আমি খেলিব সাতায় ৷ আগে আমি বিরহের ভয়েতে তোমার ! কণ্ঠেতে ন পরিতাম মণিময় হার । উভয়ের মাজে কিন্তু রহিল.এখন । কত দেশ নদ নদী বন উপবন । দারুণ বিরহ মোরে সহিল এখন ! হার হায় কি কঠিন আমার জীবন ৷ মৃধার সমান প্রিয়ে তোমার বচন । শশির সমাম তব সুন্দর বদন ॥ অমল কমল সম শরীর কোমল । স্বর্মের সমান তব বর্ণ সমুজ্জ্বল ৷ কমল কলিকা সম পয়েধির শোভা । বিস্ত্যত সমান হাসি মম মনে লোভা ৷ প্রাণ স্নিগ্ধকারি তব সকলি হে প্রাণ । কিন্তু এ বিরহ যেন বজুজের সমান ৷ ভাবিতে ভাবিতে মজন বিষম বিকল । তথা হতে উঠিলেন হইয়ে চঞ্চল। বিরহ বিভ্রমে ধীর ভ্ৰমে ধীরে ধীরে ।