পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৫ লয়ল। মজুম্ব । শুদ্ধ প্রেম উপাসনা করিয়ে ধরায় । নিত্য প্রেম ধনে লাভ করিল স্ব প্রায় ॥ ساح و یا به صপ্রেম মহাত্ম্য : এই প্রেমে সেই প্রেম হতে পারে লাভ । ভালক বিহনে কেবা বুঝে এই ভাব । ধন জন কুল মান আর প্রাণ মন । প্রমের পদেতে কর সর্বস্ব অর্পণ সন্ন্যাসী হলেও যদি পাও প্রেম ধন। তাহাও স্বীকার কর ওরে মোর মন । ত গতের গুরু শিল প্রেসের কারণ । জট ভষ্ম অস্থিমাল করেন ধরণ , নীরদ দি মহা ঋষি প্রেমের লাগিয়ে | ভ্ৰমেন ভুবনে দেখ সংসার ত্যজিয়ে । প্রেম তত্ত্বে ত্যজে কুল খত ব্ৰজবধু । সন্ন্যাসী হইল। গৌর প্রেয়ে প্রেম মধু । প্রমদায়ে পতঙ্গ প্রদীপে পুড়ে মরে । তবু কচু প্রেম রস ত্যাগ নাহি করে । প্রিরীতি পরম ধনে চেনে সেই জন । অতি দুঃখ হইলেও না করে বর্জন ॥ থাকিতে বাসন যার মলয় পৰ্ব্বতে ।