পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । । 3 Φ. হায় হায় হায়, এ কি হল দায়, কত লোবেংকত কয় । হাত দুই ডোর, না যুড়িল তোর, সে পাপ করিতে ক্ষয় । মায়েরে জ্বল" fল, দেশটা ঢলালি, • শিখিলি যে পোড় গুণ । জানিলে অাগেতে, "স্থতিক ঘরেতে, তোরে খাওয়াতাম লুণ । হইয়ে কুলটা, মজলি কুলটা, তুলিলি কলঙ্ক ধ্বজ । লইয়ে নাগন্ধর, রসের সাগরে, ডুবিয়ে করিলি মজা । বিদ্যার কাবণ, ঘটিল এমন, বিদ্যার কপালে ছাই । যে বিদ্যা শিখিলি, যে লেখা লিখিলি, জাতি কুল রৈল নাই । দুখে দেহ দহে, এত পড়া নহে, কেবল পোড়ান মোরে। অপযশে ভরা, হুইল লে ধরা, ধিক ধিক ধিক তোরে । অতি শিশুবেল, দোহে করে খেলা,