পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । \○> লিখিতে পড়িতে আর মন নাছি চায় । সহস্র বৃশ্চিক যেন দংশে অসি কায় ! ওঁহে প্রণয়িনি আমি হেঁথা তব সঙ্গে । পড়িতাম পাঠ থাকিস্তাম রসরঙ্গে। এখন বিরহীনলে প্রাণ জ্বলে মরি । কৈবল তোমার ভাব মনে মনে স্মরি । , পিরীতি বিষম বিষ কত দেয় জ্বাল । তথাপি পরেছি গল্পে তব প্রেমমালা। প্রেমের ভিকারি অামি হইয়ে এখন । . তব প্রেমভিক্ষাঅাশে করিব ভ্ৰমণ ৷ যতদিন বাচিব হইব প্রেমাধীন । করিব তোমার ধ্যান হয়ে উদাসীন ॥ ঘরে ঘরে সকলেতে কলঙ্ক রটায় । বলে মজিয়াছে মজনু প্রিয় লয়লায় । শ্রবণে সে কথা মোর স্বধু জ্ঞান হয়। মনে মনে কতভাব হয় হে উদয় ৷ অামি ভাবি সে কলঙ্ক আমার ভূষণ । এ ভাব ভবিক বিন বুঝে কোন জন ৷ পিতা মাত ভ্ৰাত অাদি যতেক স্বজন । কাহাকেও এসংসারে নাহি প্রয়োজন | আর কি এমন ভাগ্য হবে মোর ধীরে।