পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মহুনু । 86. কত দুঃখে পাইয়াছি সে পুত্র রতন । ছায় হায় হারালাম করি ক্ষযতন । , গুণের সাগর সেই তনয় আমার । , কেন হেন দুষ্টবুদ্ধি ঘটিল তাঙ্কার: গণকে গণিয়ে মোরে বলে ছিল যাহা । । মরি মরি মোর ভাগ্যে ঘটিল কিতাছা । হাহা মোর প্রাণাধিক গুণের আগার। হ{হ মোর বংশধর সংস্কারের সার । , হাহা মোর প্রেমাধার প্রাণের রতন" হাহ, মোর প্রিয় , কোথা রহিল এখন || ; পূত্রের বিরহে রাজ হইল। অস্থির । কর ঝর দুনয়নে বহিত্তেছে নীর। পাত্র মিত্রগণ প্রতি কহেন রাজন । রাজ্যধনে আর মোর নাহি প্রয়োজন ॥ " যদি সে প্রণির ধন রহিল, কাননে । বলল! কি 'ফল তবে এ সামান্য ধনে । এত বলি মহারাজ বিষাদিত মনে । পুত্র অস্বেষণে চলে, নিবিড় গহনে !! : পাগলের প্রায় রায় পুত্রের কারণে । কাদিয়ে কাদিয়ে ক্রমে কাননে কননে । জিজ্ঞাসা করেন দেরি উচ্চ শাখিগণে । ’