পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जब्रज्ञा भय्नू । তখন হয়েছে প্রেমোন্মাদ ভাব তাঁর । পিতুারে চিনিতে নারে এক চমৎকার , কহিছে কে তুমি মোরে দেহ পরিচয় । কেন মোরে এত স্নেহ কর মহাশয় ॥ কেন মোরে দিতে চাহ রাজ্য ধন জন । শুনিয়ে বিস্মিত হয়ে কহেন রাজস । তোমার জনক আমি ওরে প্রাণধন । আরব রাজ্যের রাজ রিখ্যাত ভুবন । লইতে তোমারে আমি এসেছি এখন । , , বিলস্ব ন সহে চল আপন ভবন ॥ ঈষদ হাসিয়ে মজ চু ভূপে দেন বোধ । কেন মহারাজ এত কর অনুরোধ । পিতা মাত ভ্রাত। বন্ধু রাজ্য ধন জন । কিছুতে আমার আর নাহি প্রয়োজন ॥ " শুদ্ধ লয়লার ভাব মনে মনে জাগে । শুদ্ধ লয়লার প্রেমে সিদ্ধ হব রাগে । সেই মোর রাজ্য ধন ভবন বিভব । সেই মোর ধ্যান জ্ঞান সেই মোর সব । সেই মোর পিত। অার ভ্রাতাদি স্বজন । সেই মোর পাত্র মিত্র বসন ভূষণ । সেই মোর গতি মুক্তি ভক্তির কারণ ।