পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*r o !'भक्ष् t কেমনে হবে সে ধীর । জীবনের ধনে, হারায়ে কেমনে, রস্থিৰ হইয়ে স্থির । এ বড় বিষাঙ্গ,* প্রমোদে প্রমাদ, ল কপালে মোর । বিধি বাদ সাধে, কি করিবে সাধে, হায় একি দায় ঘোর । এমন সময়, আইল তথায়, বোদ্ধা পাস্থ এক জন । স্থপে আশ্বাসিয়ে, কহিছে হাসিয়ে, স্বস্থির স্থও রাজন । ধরহ বচন, সম্বর ক্ৰন্দন, ধৈর্য ধর হে মনে । মন দুঃখ তব, নষ্ট হবে সব, চলই আমার সনে । ইষ্ট পরায়ণ, এক তপোধন, বসিয়ে আছেন বনে । মনের বেদন, র্তারে নিবেদন, করি গিয়ে এই ক্ষণে । শুনি নরবর, হরিষ অস্তর, কহে আগন্তুক জনে ।