পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু। ●● নৃপতির সমভ্যারে গমন করিল । অজ্ঞে পেয়ে সেনা চলে হাজারে হাজাঙ্ক । ঢাল তলয়ার ধর কাতৃারে কাতার ॥ চামর আড়ানি ছত্র ধরি সরি সরি। পশ্চাতে ন য় যায় ধরি হেম ঝারি łł তথায় শুনিল সাধু এই সমাচার । আসিতেছে মহীপাল ভবনে আমার । মিত্ৰগণ লয়ে সঙ্গে ভবন হইতে ৷ ” রাজার নিকটে গেল আহবান করতে t, উভয়ে উভয়ে দেখে প্রফুল্প হইল । সমাদরে একত্রেতে গমন করিল ৷ বাটতে আসিয়া সাধু দিল সিংহাসন ভূপেরে ভবনে পেয়ে আনন্দিত মন । কারচোপ কাজ করা সাটিন বিছায় । সম্মানে সমস্ত লে,কে তাহাতে বসায় । অতির চন্দন চুয়া থরে থরে রয়। যার যাহা ইচ্ছা হয় তাহ। ভ্ৰাণ লয় ॥ পুষ্পের মুগন্ধি বায়ু করয়ে ব্যজন । মনে জ্ঞান হয় যেন ইন্দ্রের ভবন ॥ নর্তক নর্তকী নাচে অপৰূপ সাজে । ভাড়ামি করিছে ভাড়ে সেই সভ মাজে }