পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه نوه লেন, এলুং ভাচাঁর চির প্রেয়সী লয়লা প্রাণ পৰ্য্যন্ত পরিত্যাগ করিলেন, তথাপি অমূল্য প্রেম নিধি পরিত্যাগ করিতে পারিলেন না । বিশেষজ্ঞ a ষ্টহাতে মিলন অপেক্ষ খ্রিষ্ঠ ভাবের আধিক্য থাকাতেই প্রকৃষ্টৰূপে প্রেমের মন্তিম প্রকাশ পাইতেছে । কেননা বহু কাল পরে মিলন তইলে যেৰূপ তালিবর্ণচনীয় সুখোৎপত্তি হয়, চির মিলনে কোনক্রমেই তদ্রুপ আনন্দ লাভ হইতে পারে না । যেমন কোন চির দরিদ্র ব্যক্তি হঠাৎ অর্থ প্রাপ্ত হইলে যে ৰূপ অতুলানন্দ রসাভিষিক্ত হুয়. এবং অর্থের মহাত্ম্য বুঝিতে পারে, ধনবান্‌ ব্যক্তির কদাচ তদ্রুপ হইতে পারে না । তৃষ্ণাতুর ব্যক্তি জলপান করিলে যেৰূপ পরিতৃপ্ত হয়, ও জলের গুণ বুঝিতে পারে. সহজ ব্যক্তির কদাচ তদ্রুপ হয় না । বিরতি ও সংযোগি জনের পক্ষেও ভক্রপ জানিবেন । অতএব এই সকল মান কারণেই অত্যুৎকৃষ্ট জ্ঞানে ইহার মূল গ্রন্থের স্থ । উপাখ্যান মাত্র অবলম্বন পূর্বক রচনা করিন্ন। প্রকাশিত হুইল । কোন ভাষান্তরের অৰিক ল অনুবাদ করিলে মুরস হয় না, তদৰ্থই অস্মদেশ প্রিয় অলঙ্কার দ্বারা পৃথক ক্ষপে রচিত হইল। এই