পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুই লয়লা মজুনু ? জাশ্চর্য্য মানিয়ে কহে সভাসদগণ । কি হেতু ইহাকে বল দিয়ে আলিঙ্গন ॥ মজ মু শুনিয়ে কহে কাতর হইয়ে । বিধি সাধিলেন বাদ বিরহে 'দছিয়ে } প্রিয়সীর প্রি বের ৰেই জন হয় । তাহার মিলনে হয় বহু ভাগ্যোদয় । প্রিয়সীর কাপ জাগে মনে নিরস্তর। কেমনে তাহারে আমি রাখিৰ অন্তর । হায়রে প্রাণের প্রাণ এ অধীন জনে } ত্যজিয়াছ ভিন্ন ভাবে কহ না কেমনে ॥ প্রিয়ার মিলন সম ধরিল তাহায় । অৰ্দ্ধ উন্মিলিত নেত্ৰে চারিদিগে চায় ॥ এ ৰূপ দেখিয়ে তায় সাধু মনে করে । কি বিপদ কন্যা দিব কেমনে" বরে ৷ নিতান্ত অশান্ত দেখি কিগু এই বটে ; .ইহা সনে বিভা দিলে পড়িব সঙ্কটে ৷ তার পর কহিলেন হুপ সন্নিধান । না হয় স্বদেশ ছাড়ি করিব প্রয়াণ ॥ তোমার নন্দন সনে বিবাহ না দিব । বাতুলে বরিলে কন্য। মরমে মরিম! ইহার মিলনে হবে কলঙ্ক অধিক ।