পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । ৩৭ সম মন কে জানিবে, মম ভাব কে বুঝিরে, আমি জানি আর সেই জানে । মাটী মম সিংহাসন, করেছেন সনাতন, ইথে স্থখ বড় তপোধন । মাত পিতা আত্মগণ, কোথ রবে বন্ধুজন, সবে শব হইবে যখন ॥ o ধরাতলে ধন্য সেই, ভালবাসা জানে যেই, আর আমি কব কি গোঁসাই । . সুখে প্রেম করে দান, ন হেরিলে যায় প্রাণ, সেই বন্ধু বিন আর নাই । প্রকাশিয়ে অনুরাগ, আমার প্রেমের যাগ, জাগে তার মনে অনুক্ষণ । মম সুখে সেই সুখী, মম দুখে সেই ছুখী, স্নেহ করে কে আর তেমন }} ভিন্ন কায় মাত্র তার,শভন্ন নছে কিছু অার, সেই মোর ধন জন গেহ । সেই মম ধ্যান জ্ঞান, সেইসে অামার প্রাণ, সেই ভিন্ন নাহি মোর কেহ । অসার সংসার সব, ক্ষণে সব হয় শৰ, কি করিবে পরিবার গণ । জাশ পাশ করি নাশ, যখন ফুরাবে শ্বাস,