পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

£e লয়লা মজনু । হেরিলে হরয়ে চিত্ত উঠে কত ভাব } লয়লার কপি ন দেখেছে যেই জন । ধরাতলে ধরে সেই বৃথাই জীবন ॥ বলিতে বলিতে মজনু হয়ে অন্য মন । সেস্থান হইতে শীঘ্ৰ কৈল পলায়ন ॥৮ এবনেচ্ছালাম নামক ভূপতির সহিত বায়লার বিবাহ উদ্যোগ । লয়লার রূপ বৰ্ত্তি গেল দেশে দেশে । মজনু হয়েছে যোগী যার প্রেমাবেশে । ৰূপের মাধুরী শুনি সকলে বিম্মিত । ন দেখিয়ে সবে হয় অতি উৎকণ্ঠিত ॥ কেহ বা অমনি যায় আরব নগরে । মোহিত হইয়ে অতি কন্দপের শরে } ষে ৰূপ সুন্দর কবি বিদ্যার কারণ । ’ ছয় দিনে বৰ্দ্ধমানে করে আগমন ॥ এবনেচ্ছালাম নামে ভূপতি তনয় । লয়লার কাপ শুনি বিমোহিত হয় ৷ মনোদুখে অধমুখে রহে নিরস্তর । অধৈর্য্য হইল স্মর শরে জরজর । উন্মাদ হইল প্রায় ভেবে ভেবে মনে ।