পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু ११ ধ:র বহে ধরতিলে নয়নের নীরে । কঁ;দিয়ে কঁ দিয়ে হানে কুপালে কঙ্কণ । অপার হইল ধীর নাথের কারণ ॥ বলে বিধি এfক তক বিধি নিদারুণ । কি দোষ স্কাইয়ে পুন হইলে বিগুণ । দিন কত দিয়ে সুখ অবশেষ পুৰ্ন । জ্বেলে দিলে একবারে কপালে অাগুণু । উন্মত্ত বfরণ মন মানে শক বারণ । তাঁর প্রেম পথে সদা করিছে ভ্ৰমণ ৷ ধরণীতে তাহ বিল কে অাছে অীমার । তারে ছাড় হয়ে মোর প্রাণ বাচ ভার । হয় হায় একি দায় কি কব বিধিরে । সম্পদ ঘটায়ে ‘দুঃখ দেয় ধীরে ধীরে । "ম স্তকের শিরোমণি হৃদয় রতন । হয়ে হয় কোথায় যে রতুিল এখন । হৃদয়ের মণিহার সুখের নিধিরে । দিয়ে কেন ওরে বিধি পুন লও ফিরে { আলু থলু হল বলি। কাদিয়ে কাদিয়ে । ঘন ঘন শ্বাস বহে অনল জিনিয়ে । ঘটfকনী প্রতি কহে কত কুবচন । বলে বেশ ভুষ। আর নাহি প্রয়োজন ॥