পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

pro লয়লা মজুত । জন্মে তুই কেন না মরিলি । ওরে বিধি নিদরুণ- তোমার কি কব গুণ, . কপালে আগুণু ছেলে দিলি । কেন দিলি হেন মেয়ে, তুই কেন এর চেয়ে, মোরে বন্ধ্যা করেন। রাখিলি ৷ আমি জানি মহী ধম্যা, লাল অমর কন্যা, , শশংস: আ tছয়ে সবর্ন ঠাই । অতি ৰূপ গুণযুত, মহী মান্য রাজ স্থত, মন সুখে করিব জামাই ৷ দেখি তের এ কুন্নীত, হিতে হল বিপরীত, হে ল কর অমর বচন । কেন প{গলের তরে, কল কাট সকাতরে, তারে অীর না পাবি কখন }। বেশ ভুষ কর পরে, ত্বর যাও বাসস্বরে, যথা বর বীপের নাগর } e মনেতে পৈরব ধর, যৌবন সফল কর, লয়ে সুখে গুণের সাগর । মাতার বচন শুনি, বিষম বিষাদ গুণি, মন দুখে রহিল যুবতী । বলে বিন মনোচোর, বিরহ অনল মোর, নিবাইতে কাহার শকতি ।