পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** লয়লা মজুনু । শিবা,হয়ে সিংহ দ্বারে দিস নাকে হান ! তেীরে যদি ভজি তবে ধিক এ জীবনে । হেন মতি হলে ডুবে মরিব জীবনে । দুর হও হেথ হতে এখনি সম্বরে। আপুনার প্রাণ লয়ে যাহ নিজ ঘরে { জন্ম কালে বিধি মোর লিখিয়াছে ভালে । মজুক বিহীন পতি নাহি কোন কালে । সেই মম প্রাণ পতি নাহি জানি অন্যে । কলঙ্কের ডাল মোর শিরে যার জন্যে । লয়ল। সুন্দরী ইহা কহিয়ে অমনি । ক্রোধে পুন কিল লাথি মারয়ে তখনি l; লাথি কিলে নৃপবর অস্থির হইয়ে । পড়িল অধর হয়ে চীৎকার করিয়ে । শবদ শুনি আমনি রমণী গণ ধায় । বর কন্য; যথা আছে আইল ত্বরায় { বলে হায় একি দায় বিধাতা করিল | দুৰ্ম্মভি লয়ল বুঝি বরে প্রহারিল ৷ সাধুর গৃহিণী আর সেই ঘটকিনী । দেখে বর পড়ে আছে লোটায়ে মেদিনী । দ্রুত ঘটকিনী তীরে লয় কোলে করি । বসাইল পুন বরে খটার উপরি ॥