পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত । । * > * লইয়ে মন্মথ, যাহা মনোমত, করিব সকলক্ষণ ৷ পিতার সাম্রাজ্য, নাছি তাহে কাৰ্য্য, লউক না সে যে কেহ । খেয়ে বনফল, খেয়ে নদী জল, পালন করিব দেহ ॥” মন্মথ } “হেবিধি হেবিধি, কর ২ বিধি, এই কপালে আমার । বল তার চেয়ে, স্বৰ্গপদ পেয়ে, কিমুখ আছেগে৷ অবৈ ৷ বিচ্ছেদ যাতন, দিবম দিবন। এজনমে প্রয়সীরে । কাল পূর্ণ হলে, সুখে তব কোলে, মরে যাব ধীরে ২ ॥ চল আসি গিয়ে, ভূমিয়ে দেখিয়ে, কেমন এ মস্কারন । শ্রান্ত আছ শ্রমে, কোন ঋষ্যtশ্রমে, কfরগিয়ে নিকেতন ॥ ইতি প্রথম সর্গ সমাপ্তঃ ॥”