পাতা:লালন-গীতিকা.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
লালন-গীতিকা

লালন তেমনি চটা-মারা
ও ঠিক দাঁড়ায় না একখানে॥

১০৮

স্বরূপ রূপে নয়ন দেরে।
দেখবি সে রূপের রূপ, কেমন সে রূপ ঝলক মারে॥
স্বরূপ বিনে রূপ দেখা
সে তো কেবল মিথ্যা ধোঁকা,
সাধকের লেখাজোখা
স্বরূপ-শক্তি সাধন-দ্বারে॥
অবতার আর অবতরি,
দুই রূপে যুগল তারি,
তাহে রূপ চড়ন-দারী
রূপের রূপ বলি যারে॥
শূন্য ধ্যানের ধ্বজা স্বরূপ
তারে আজ ভাবিও বে-রূপ,
সিরাজ সাঁই বলেরে, রূপ
সাধবি লালন কেমন করে॥

১০৯

চাঁদ আছে চাঁদ-ঘেরা।
আজ কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা॥
লক্ষ লক্ষ চাঁদে করেছে শোভা,
তাহার মাঝে অধর চাঁদের আভা,
একবার দৃষ্টি ক’রে দেখি
ঠিক থাকে না আঁখি,
রূপের কিরণে চমকে পারা॥