পাতা:লালন-গীতিকা.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬
লালন-গীতিকা

১১১

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়।
সে যোগের উদ্দীপন যে জানে, সে-ই সে মহাশয়॥
চাঁদ রাহু চাঁদেরি গ্রহণ,
সে বড় করণ কারণ
বেদ পড়ে তার ভেদ-নিরূপণ
ও তুই পাবিরে কোথায়॥
উভয় যেন বিমুখ থাকে,
মাস-অন্তে সুদৃষ্টি দেখে,
মহাযোগ তার গ্রহণ-যোগে
বলতে লাগে ভয়॥
ও সে কখন রাহু-রূপ ধরে
কোন চাঁদে কোন চাঁদ ঘেরে,
লালন বলে, স্বরূপ-দ্বারে
লীলে[১] জানা যায়॥

১১২

জানা চাই অমাবস্যে চাঁদ থাকে কোথায়।
গগনে চাঁদ উদয় হলে দেখে যে আছে যথায়॥
অমাবস্যের মর্ম্ম না জেনে
বেড়াই তিথি নক্ষত্র গুনে,
প্রতি মাসে নবীন চাঁদ সে,
মরি এ কি ধরে কায়॥
অমাবস্যে আর পৌর্ণমাসী[২]
কি ধর্ম্ম[৩] হয় কারে জিজ্ঞাসি

  1. জানলে
  2. পুণ্যমাসী
  3. সম