পাতা:লালন-গীতিকা.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ সব লালন-গীতিকা এ সকল কয় হেতু-ভক্তি, ইহার বশ নাই আলেক সাইজী মেরে ঠিক পড়ে না প্রবর্তের ঘর সাধন সিদ্ধি হয় কি প্রকার, সিরাজ সাই কয়, লালন তোমার নজর হয় না কিছুই কোলের ঘোরে। × × &) কি সাধনে পাইগো তারে, যার নাম অধর এই সংসারে মুনি ঋষি হন্দো হ’লো ধ্যান করে। কেউ ফকির কেউ হচ্ছে যোগী, কেউ মোহান্ত কেউ বৈরাগী, কারও বা কথায় মন, সুতায় দেও গিরে ৷ ব্ৰহ্মজ্ঞানী খ্ৰীষ্টানের নামব্রহ্ম সার বলেন তার দরবেশে কয় বস্তু কোথায় দেখ না রে । গুরুতত্ত্ব বিধি শোনা যায় তাও ত দেখি একরূপ সে নয় লালন বলে, সে যা বোঝে তাই করে ॥