এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা
স্বরূপ-শক্তি প্রেম-সিন্ধু মীন অবতার দীনবন্ধু সিরাজ সাই বলে, ও তুই শোনরে লালন
ম’লি এখন গুরু-তত্ত্ব ভুলে ৷
ృ\రివా
গুরুর দয়া যারে হয় সেই জানে । যে রূপে সাইর লীলা-খেলা এ দেহ-ভুবনে ॥
জলে ডিম্ব আগের উপর
অখণ্ড প্রেলয়ের মাঝার বিন্দুতে সিন্ধু তাহার
ধারা ত্রিগুণে ॥
শহরে সহস্ৰ পাড়া ওই পথ তার এক মহড়া আলেক ছায়ার পবন-ঘোড়া
ফিরছে সেইখানে ॥
হাতের কাছে আলেক শহর
রূপে রূপের হচেছ লহর সিরাজ সাই কয়, লালন রে তোর সদাই ঘুরে মনে ॥
> 3. o
স্বরূপে রূপ আছে গিলটি কর । রূপ সাধন করলে স্বরূপ নিষ্ঠ যারা ॥
শতদল সহস্ৰ-দলে রূপ স্বরূপে ভাটা খেলে,
సె(t