পাতা:লালন-গীতিকা.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৯৫

স্বরূপ-শক্তি প্রেম-সিন্ধু
মীন অবতার দীনবন্ধু
সিরাজ সাঁই বলে, ও তুই শোনরে লালন
ম'লি এখন গুরু-তত্ত্ব ভুলে॥

১৩৯

গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁইর লীলা-খেলা এ দেহ-ভুবনে॥
জলে ডিম্ব আগের উপর
অখণ্ড প্রলয়ের মাঝার
বিন্দুতে সিন্ধু তাহার
ধারা ত্রিগুণে॥
শহরে সহস্র পাড়া
ওই পথ তার এক মহড়া
আলেক ছায়ার পবন-ঘোড়া
ফিরছে সেইখানে॥
হাতের কাছে আলেক শহর
রূপে রূপের হচ্ছে লহর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই ঘুরে মনে॥

১৪০

স্বরূপে রূপ আছে গিল্‌টি করা।
রূপ সাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা॥
শতদল সহ-দলে
রূপ স্বরূপে ভাটা খেলে,