এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিক
লালন কয়, দেখবি তবে
কি গতি ॥
> (t:
করেছে কি শোভা সাই রঙমহলে । অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় গেt জলের মধ্যে কলের কোঠা, সপ্ততালা আয়না অঁাট তার ভিতরে রূপের ছটা,
মেঘে যেমন বিজরি খেলে ৷
লাল জরদ আর ছনিমণি, বেড়ে সে রূপের কণি, দেখতে শোভা যায় আমনি
তারার মাল৷ চাদের গলে ॥
অনুরাগে যার বাধা হৃদয়
তারই সে রূপ চক্ষে উদয়
এড়াইবে শমন দায়
লালন ম’ল অবহেলে ৷
> Qさ
কে বানালে এমন রঙমহলখানা ।
হাওয়া দমে দেখ তারে আসল চেন ॥ বিনাতেলে জ্বলছে বাতি, দেখতে যেমন মুক্তামতি,
ভলে ৷
A HO