পাতা:লালন-গীতিকা.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১০৭

দমের সঙ্গে কর সম্মিলন
অজান খবর জানবি রে মন
বিনয় ক'রে বলছে লালন,
ঠিকের ঘর ভুলো না॥

১৫৮

সাঁই দরবেশ যারা,
আপনারে ফানা করে অধরে মিশায় তারা
মন যদি আজ হওরে ফকির,
নেও জেনে সেই ফানার ফিকির
ধরো অধরা।
ফানার ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মসকরা॥
কূপ জলে সে গঙ্গাজল
পড়িলে সে হয়রে মিশাল
উভয় একধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিশল[১] করা
মুরশিদ রূপ আর আলেক নূরী
এক মনে কেমনে করি
দুই রূপ নেহারা।
লালন বলে, রূপ সাধনে
হ’সনে যেন ঠিকহারা॥

  1. মিলন