এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা > X >
বলে বুঝায়ে হে গুরু গোসাই, -
দীন অধীন লালন বিনয় করে কয় ॥
> と8
শুদ্ধ প্রেম না দিলে ভজে কে আর পায় । ও সে না মানে আচার না মানে বিচার,
প্রেমের রসে রসিক সে দয়াময় ॥ জান না মন শুষ্ক কাষ্ঠে কবে তার মালঞ্চ ফোটে, ওমনি প্রেম নাই যার ওমনি কষ্টে,
সে নিজ সুখ সাধনা বলিদান দেয় ॥ সে প্রেমের প্রেমী যারা ফণী যেন মণিহারা, দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ,
আমার দয়ালচাদ তাহারে থাকে সদয় ॥ যোগেন্দ্র মণীন্দ্র আদি, যোগ সেধে না পায় যে নিধি, প্রেম দিয়ে আর বাধলে গোপীরে
লালন বলে, সে প্রেম কি ঘটবে আমার
እ\ኋ®
মন রে, সামান্ত কি তারে পায় ।
শুদ্ধ প্রেম ভক্তির বশ দয়াময় ॥
কৃষ্ণের আনন্দ-পুরে কামী লোভী যেতে নারে