পাতা:লালন-গীতিকা.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১২৩

হাওয়ার পথ নাই রূপ দেখা যায়,
মণি-মাণিকের ছটা॥
যেদিন যাবে রসিক চাঁদ সরে,
হাওয়া প্রবেশ হবে সেই ঘরে,
নিভাইবে রসের বাতি
ভেঙ্গে যাবে সব ঘটা॥
দেখিতে বাসনা যার হয়,
দিল-দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে, কল ছুটিলে
দেখবি[১] আর মনরে[১] কেটা॥

১৮৩

দেখলাম কি কুদরতিময়।
বিনা[২] বীজে আজগবি গাছ চাঁদ ধরেছে তায়॥
নাই সে গাছের আগাগোড়া
শূন্যভরে আছে খাড়া
ফল[৩] ধরে তার ফুলটি[৩] ছাড়া
দেখে ধাঁধাঁ হয়॥
বলবো কি সেই গাছের কথা
ফুলে মধু ফলে সুধা
সৌরভেতে হরে ক্ষুধা
দরিদ্রতা যায়॥
জানলে[৪] গাছের অর্থবাণী
চেতন বটে সেহি ধনি
গুরু বলে তারে মানি,
লালন ফকির কয়॥

  1. ১.০ ১.১ কারে আর দেখাবি
  2. বিনে
  3. ৩.০ ৩.১ ফুল ধরে তার ফলটি
  4. জেনলে