পাতা:লালন-গীতিকা.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


গানের প্রথম পঙ্‌ক্তির অক্ষরানুক্রমিক তালিকা
পদ-সংখ্যা পৃষ্ঠা
২৪১ অজান খবর না জানিলে কিসেরো ফকিরী ১৬১
৮৬ অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি ৬০
১১০ অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখতে পায় ৭৫
১৪৪ অন্তরে যার সদাই সহজ রূপ জাগে ৯৮
৩৯৪ অন্তিম কালের কালে ওকি হয় না জানি ২৭৩
২৪ অবোধ মনরে তোমার হ'লনা দিশে ১৬
৩০ অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন্‌ শহরে ২১
১৮৭ অমৃত বারি, সে বারি অনুরাগ ১২৬
৩৯৫ অসার ভেবে সার দিন গেল আমার ২৭৩
২৪৭ আই হারালি আমাবতি না মেনে ১৬৫
২৮০ আকার কি নিরাকার সাঁই রব্বানা ১৯০
৪২৯ আগে জাননা ওমুরায় বাজী হারিলে তখন ২৯৬
২১২ আগে শরীয়ত জান বুদ্ধি শান্ত করে ১৪২
২৯৫ আছে আদি মক্কা এই মানব দেহে ১৯৯
২৪৫ আছে আল্লা আছে রসুল ১৬৪
৯০ আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা ৬২
৩৮০ আছে ভাবের তালা সেই ঘরে ২৬৩
৮০ আছে মায়ের ওতে জগৎপিতা ৫৬
আছে যার মনের মানুষ