পাতা:লালন-গীতিকা.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৬
লালন-গীতিকা

দীন দুনিয়ায় জোড়া একটা
মীন আছে তার মাঝখানে॥
আব-হায়াতের মর্ম যে জন পায়,
উপাসনার সীমা তাইরি হয়,
সিরাজ সাঁইর আদেশে
অধীন লালন ফকির তাই ভণে॥

২০২

কে[১] বোঝে তোমার অপার লীলে।
তুমি আপনি আল্লা ডাকো আল্লা বলে॥
নরেকারে তুমি নূরী
ছিলে ডিম্ব অবতারি
তুমি সাকারে সৃজন, গঠলে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে॥
নিরাকার নিয়ম ধ্বনি
সেও ত সত্য সবাই জানি,
তুমি আগমের কুল, দীনের রসুল
আবার আদমের ধড়ে জান হইলে॥
আত্মতত্ত্ব জানে যারা,
নিগূঢ় লীলা দেখছে তারা
ও সে নীরে নিরঞ্জন, অকৈতবের ধন,
লালন খুঁজে বেড়ায় বন-জঙ্গলে॥

  1. সাঁই কে