পাতা:লালন-গীতিকা.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা S 8 X. ভেস্তের লায়েক আম্মক সবে, তাই শুনি হাদিস কেতাবে, আমি এ মত কথার হিসাবে ভেস্তের গৌরব কিসে জানতে পাই ॥ ঠকলে বলে আম্মক বোকা সে অাম্মক পায় ভেস্তে জায়গা এ ত বড় পূর্ণ ধোকা, কে ঘোচাবে ধেণক কোথা যাই ॥ রোজা নামাজ ভেস্তের ভজন তাই করে কি আম্মক সে জন, বিনয় করে বলছে লালন, থাকতে পারে ভেদ মুরশিদের ঠাই ॥ さ> o পারে কে যাবি নবীর নৌকাতে আয় । রূপ-কাঠের নৌকাখানি নাই ডোবার ভয় ॥ বে-শরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায় । তখন কি করবে তোর বদর গাজী থাকবে কোথায় ॥ নবী না মানে যারা মওয়া ছেদ কাফের তারা আখেরে হয় ॥ সফিনায় শরার কথা জানাইলে যথাতথা