পাতা:লালন-গীতিকা.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৫৫

চোদ্দ পোয়া দেহের বলন
করতে যদি পার লালন
তবে স্বদেশের চলন
জানবি সেই অনুসারে॥

২৩১

আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই।
নাহি তেল তার নাহি তুলা আজগবি হয়েছে উদয়॥
মোকামের মধ্যে মোকাম
শূন্য শিখর বলি যার নাম,
বাতির লণ্ঠন সেথায় সুদন
ত্রিভুবনে কিরণ দেয়॥
দিবানিশি আট পহরে
এক রূপে চার রূপ ধরে
বর্ত থাকতে দেখলিনা রে
ঘুরি ম'লি বেদের বিধায়॥
যে জানে সেই বাতির খবর
ছুটেছে তার নয়নের ঘোর,
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
দৃষ্ট হয় না মনের দ্বিধায়॥

২৩২

কি শোভা দ্বি-দল পরে।
রস মণি মাণিক রূপ ঝলক মারে