পাতা:লালন-গীতিকা.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬০
লালন-গীতিকা

শুনতে পাই ধার্মিক সবে,
ইল্লীন সিজ্জীন যাবে,
উভয় সব কয় আধ রবে
অটল-প্রাপ্তির কৈ ক্ষমতা॥
ইল্লীন সিজ্জীন দুখ-সুখের ঠাঁই
কোন্‌খানে রেখেছেন সাঁই
হেথা কেন দুখ-সুখ পাই
কোথাকার পাপ[১] ভুগি কোথা॥
যখনকার পাপ তখন ভুগি
শিশু তবে হয় কেন রোগী,
লালন বলে, বোঝ দেখি
কখন শিশুর গোনার[২] খাতা॥

২৩৯

মুরশিদ জানায় যারে মর্ম সেই জানতে পায়।
জেনে শুনে রাখে মনে সে কি কারে[৩] কয়॥
নিরাকার রয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে,
নিরান্ত সেই[৪] অন্ত যার নাই
যা ভাবে তাই হয়॥
মুন্সী লোকের মুন্সীগিরি,
আমি কি তাই জানতে পারি,
আকার নাই যার বরজখ কার
বলে সর্বদাই॥

  1. ভোগ
  2. গোনা
  3. কারু
  4. সাঁই