পাতা:লালন-গীতিকা.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭২
লালন-গীতিকা


মনছুর হাল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সেই প’লো সাঁইর আইন মত
শরায় কি তার মর্ম পায়
কুম বেইজনি কুম বেয়েজনিল্লা
সাঁইর হুকুম দুই আমি হীলা
লালন বলে, এ ভেদ খোলা
আছে রে মুরশিদের ঠাঁয়

২৫৬

মুরশিদের মহৎ গুণ নে না বুঝে।
যারো কদম বিনে ধরম করম মিছে॥
যত সব কালমা কালাম
ধুড়িলে মিলে তামাম কারণ কি যে।
তবে কেন পড়া ফাজিল
মুরশিদ ভজে॥
মুরশিদ যার আছে নেহার
ধরিতে পারে অধর
সেই অনায়াসে।
মুরশিদ খোদা ভাববে জুদা
পড়বি পেচে॥
আলাদা কভু কি ভেদ
কিবা সেই ভেদি মুরশিদ
জগৎ-মাঝে।
সিরাজ সাঁই কয়, দেখ্‌ রে লালন
আক্কেল খুঁজে॥