পাতা:লালন-গীতিকা.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা بسیاهه نج জাহের কথা সব সফিনায় গুপ্ত কথা দিলাম সিনায় এমনি মত তোমরা সবায় দিও প্রচারি ॥ *[ অসৎ অভক্তজনা তারে গুপ্ত ভেদ ব’ল না বলিলে সে মানিবে না করবে এঙ্কারি ॥ খলিফা আউলিয়া র’লে যে যা বুঝে দিও বলে লালন বলে, রসুলের যে নছিহৎ জারী ॥ ]* ミや8 রছুলের সব খলিফা কয় বিদায়-কালে । উপরি খবর আর কি পাব আজ তুমি গেলে । মহাপীর আয়েন তোমার বুঝে উঠা কি সাধ্য কার কি করিতে কি করি আর সহি না বুঝে ॥ কোরান ভিতরে সে তো মকাত্তেয়াৎ হরফ কত শুনি কও তার ভাল মত ফেলো না গোলে ৷

  • রবীন্দ্র-সদনে রক্ষিত খাতার অতিরিক্ত পাঠ