পাতা:লালন-গীতিকা.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা আন্ধার ঘরে সপ ধরা আছে সাপ, নাই সাপ, তাই করা, লালন তেমনি বুদ্ধিহার পাগলের হ্যায় ॥ చ్చెఅ8 ধন্ত আশকী জনা এ দীন দুনিয়ায় । আশকী জোরে গগনের চাদ পাতালে নামায় ॥ স্থই ছিন্দিরে চালায় হাতী বিনে তেলে জ্বালায় বাতি আশকে বলিস আল্লা আবার তাও হয়েছে ৷ মাশুকের যে হয় আশকী, খুলে যায় তার দিব্য আঁখি নফস আল্লা নফস নবী দেখবি অনায়াসে ॥ মুরশিদের হুকুম মান দায়েমী নামাজ জান রছুলের যে ফরমান লালন তাই রচে ॥ ఎ J9b* আশকে উন্মত্ত যারা । তাদের মনের বিয়োগ জানে তারা ॥ কোথা বা শরার টাটি, আশকে বেভুল সেটি ఏty)