পাতা:লালন-গীতিকা.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২১৪
লালন-গীতিকা

বেদে জানাই তাই যদি হয়,
পুথি পড়ে কে মরতে যায়,
লালন বলে, ভজবো সবায়
তবে ঐ গৌরপদো॥

৩১১

ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
দেখ দেখ ঠাউরে দেখ কেমন শ্রী॥
শ্যাম-অঙ্গে গৌরাঙ্গ মাখা
নয়ন দুটি বাঁকা বাঁকা
মনে যেন দিচ্ছে দেখা
ব্রজের হরি॥
না জানি কোন্‌ ভাব ল’য়ে
এসেছে শ্যাম গৌর হ'য়ে
কদিন বা রাখবে ঢাকিয়ে
নিজ মাধুরী॥
যে হোক সে নাগরা
ক’রবে কুলের কুল সারা,
লালন বলে, দেখবে যারা
সৌভাগ্য তারি॥

৩১২

গোরা[১] কি আইন আনিল[২] নদীয়ায়।
এতো জীবেরো সম্ভবো নয়॥

  1. গৌর
  2. আনিলে