এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা Հ Տ Գ
রাখলে না কারো জেতের বোল
একাকার করলে সেথা ॥
যার চিস্তে জগৎ চিস্তে
তার চিস্তে কার চিস্তে
লালন বলে, হইল চিস্তে
কে গো আছে সেই অচিনতা ৷
t) צס\
সামান্তে কি তার মর্ম জানা যায় । যে ভাবে অটল হরি এলো নদীয়ায় ॥ জীব তরান অংশ হইতে, বাঞ্ছা তার নিজে অসিতে
আর বাঞ্ছা হ’লে৷
অদ্বৈতের বাঞ্ছায় ॥ শুনে অদ্বৈতের হুহুঙ্কারি এলেন কৃষ্ণ নদে পুরী বেদেরো অগোচর তারি,
সেই লীলে হয় ৷ ধন্ত রে গৌর-অবতার,
কলিকালে হ’লো প্রচার, কলির জীব পাইল নিস্তার,
লালন গোল বাধায় ॥
ט\ צס\
ধন্ত মায়ের নিমাই ছেলে । এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরী নিলে ॥