পাতা:লালন-গীতিকা.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক ২২৭ গৌররূপের কালে যারে দংশয় সে ধাত কি বোঝে ওঝায় বিষ ক্ষণেক জ্বলে, ক্ষণেক সাজায়, ধন্বন্তরি ঔষধ যায় গো ফিরে ॥ আমি ভুলবো না ভুলবো না বলি, কটাক্ষেতে অমনি ভুলি, আমার জ্ঞান-পরশ যায় সকলি ব্ৰহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে ॥ যদি মেলে রসিক সুজন রসিকজনার জুড়ায় জীবন বিনয় ক’রে বলছে লালন, অরসিকের কথায় তুখ ধরে ॥ SSDo বলে বলে কে দেখেছ গৌরচাদেরে। গৌর গোপীনাথ মন্দিরে গেল আর ত না এলো ফিরে ॥ যার লাগি কুল গেল সেই-আমারে ফাকি দিলো, কলঙ্কী নাম প্রকাশ হ’লে৷ কেবল গো আজ আমারে ॥ দরশনে তুর্গতি যায় পরশে পরশ করে নিশ্চয়, হেন চাদ হইয়ে উদয় লুকাল কোন শহরে ॥ শুধু গৌর নয়—গৌরাঙ্গ অস্তরে আছে গৌরাঙ্গ