এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা
ওগো চার যুগেতে ঐ কেলে সোনা, তবু ত্রীরাধার দাস হইতে পাল্লে না, যদি হইত দাস, যেত অভিলাষ
তবে আসবে কেন নদীয়ায় ॥ তিনটি বাঞ্ছা অভিলাষ ক’রে হরি জন্ম নিলেন শচীর উদরে, সিরাজ-চরণ ভেবে কয় লালন
সে ভাব জানায় ॥
مCDS (تا
বল স্বরূপ কোথায় আমার সাধের সারী যার জন্তে হয়েছি রে দণ্ডধারী ॥
কোথা সে নিকুঞ্জ বন কোথা সে যমুনা এখন কোথা সে গোপিনীগণ,
আহা মরি ॥
রামানন্দের দরশনে পৃষ্ট ভাব উদয় মনে, যাই অামি কাহার সনে
সেই পুরী ॥ আর কি সেই সঙ্গী পাব,
মনের সাধ পুরাবো, পরম আনন্দে রবো,
ঐ রূপ হেরি ॥
చ్చెరిపి