এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ર૭૭ লালন-গীতিকা
আমারে বুঝাও রে বলাই
তোদের ত সে ভাব দেখি নাই
ফকির লালন বলে, তার ভাব বোঝা ভার
এ সংসারে ৷
vව8ථ
ও মা যশোদে গো তা আর বললে কি হবে । গোপাল কে যে এটো দেই মা মনে যে ভাব ভেবে
মিঠার জন্ত এটো দেই মা পাপ-পুণ্যি জ্ঞান থাকে না গোপাল খেলে হই সান্তনা,
পাপ আর পুণ্যি কে ভাবে ॥ স্কন্ধে চড়ায় স্কন্ধে চড়ি যে ভাব ধরায় সেই ভাব ধরি, এ সবও বাসনা তার বুঝি
ছিল গো পূর্বে ॥ গোপালের মনে যে ভাব । বলতে বলতে আকুল হই মা তা সব, লালন বলে, পাপ-পুণ্যি-লাভ
ভুল হয় গোপালকে সেবে ॥
88(كا
চেনে না যশোদা রাণী । গোপাল কি সামান্ত ছেলে
ধ্যানে যারে পায় না মুনি ॥