এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিক।
বনে আজ হারিয়ে তোরে গৃহে যাব কেমন ক’রে কি বলব মী যশোদারে
ভাবনা হ’ল তাই ॥ মনের ভাব বুঝিতে নারি কি ভাবের ভাব তোমারি
খেলতে খেলতে দেশাস্তরী
ভাব তো দেখতে পাই ॥ আজ বুঝি গোচারণ-খেল৷ খেললি না রে নন্দলালা, লালন বলে, চরণ খেলা
তলা পাইনে বুঝি ঠাই ॥
○8b"
কোথা কানাই গেলি রে প্রাণের ভাই । একবার এসে দেখা দে রে প্রাণ জুড়াই ॥
শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ আরও সবে নিরানন্দ
ধেনু গাই ॥ কি দোষে গেলি তুই রে আমাদের সব অনাথ ক’রে, দয়ামায়া তোর শরীরে
কিছুই নাই ॥
RNలిపె