এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
之粉8
লালন-গীতিক
লালন কেন্দে বলে, আমি
ভাবের বলিহারি যাই।
wo)&6.
মা তোর গোপাল নেবেছে কালিদয় । সে যে বঁাচে এমন রূপ ও নয় ॥
কালিদয় কমল তুলিতে দিলে কেন গোপালে যেতে
মরে সে সাপের হাতে
বিষ লেগে গোপালের গায় ॥ কালকূটে কাল রাগ তারা কালিদয় রয়েছে পুরা বিষে করল জারা জারা,
তাইতে তার প্রাণ যায় ॥
কংসের পাপের কারণ কালিদয় মরিল নীলরতন
লালন বলে, পুত্রের কারণ
বাচিবে না যশোদা মায় ॥
ع\ CD(t\
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে ।
তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হ’লে
কৃষ্ণ রাধা ছাড়া তিলাধ নাই ভারত পুরাণে তাই কয়
তবে ধনি কেন তুর্জয়
বিচ্ছেদ এ জগতে জানালে ৷