পাতা:লালন-গীতিকা.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক। 을8C: সবে বলে অটল হরি সে কেন হয় দণ্ডধারী কিসের অভাব তারি, ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে ॥ নিগম খবর জানা গেলে৷ কৃষ্ণ হইতে রাধা হ’লে৷ তবে কেন এমন বলে। আগে রাধা পাছে কৃষ্ণ বলে ৷ কৃষ্ণ-লীলার লীলা অথাই থাই দিবে কেউ সে সাধ্য নাই কি ভাবিয়ে কি ক’রে যাই, লালন বলে, প’লাম বিষম ভোলে ৷ Ꮼ© Ꮔ আজ কি দেখতে এলি গো তোরা বল না তাই । আমার কানাই নাই নন্দের গৃহে, আর তো সে ভাবো নাই ॥ কানাই হেন ধন হারিয়ে আছি সদায় হত হয়ে, বল রে কোন দেশে গেলে আমি সে নীলরতন পাই ॥ ধন ধরা গজবাজি, তাতে মন না হয় রাজী ওরে আমার কানাইয়ে পাবার জন্তে প্রাণ আকুল সদায় ॥ কি হবে অস্তিম কালে সে কথাটি রৈলাম ভুলে