পাতা:লালন-গীতিকা.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"tiఆ লালন-গীতিকা ফকির লালন বলে, এ মায়াজাল কাটার কি উপায় ॥ عبیC)6tbہ কি ছার রাজত্ব করি । গোপাল হেন পুত্র আমার অক্রর এসে করলে চুরি ॥ মিছে রাজা নামটি আছে লক্ষ্মী সে তো গা তুলেছে যে হতে গোপাল গিয়েছে সেই হতে অন্ধকার পুরী ॥ নন্দ যশোদার ছিল অক্রর শনি বিষম কাল, প্রাপ্ত-কৃষ্ণ হরে নিল, লালন কয়, এ দুখ ভারী ॥ Vogts ধন্ত ভাব গোপীভাব আহা মরি মরি। যাতে বাধা ব্রজের শ্রীহরি ॥ ছিল কৃষ্ণের প্রতিজ্ঞা এমন যে ভাবে যে করে ভজন তাইতে হয় তারি ॥ সে প্রতিজ্ঞা তার না রহিল আর করলে গোপীর ভাবে মন চুরি ॥