পাতা:লালন-গীতিকা.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা | Rett তোমা সম অস্ত্য কারু না দেখি জগতে আর ॥ পূর্বে রাগ অবধি যারে আশ্রয় দিলে নরেকারে স্বল্প দোষে সে দাসেরে ত্যাগিলে কি পৌরুষ তোমার ॥ ভাল মন্দ যতই করি তথায়ে প্রেমদাস তোমারি, লালন বলে, মরি মরি হরির এ কি ঋণ স্বীকার ॥ cԳՀ ওগো ব্রজলীলে এ কি লীলে, কৃষ্ণ গোপিকারে জানালে ॥ যারে নিজ শক্তিতে গঠলো নারায়ণ আবার গুরু বলে ভজলে তার চরণ, এ কি ব্যবহার শুনে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে ॥ লীলে দেখিয়ে কল্পিত ব্ৰজধাম নারীর মান ঘুচাইতে যোগী হ’ল শ্বাম দুর্জয় মানের দায় বাকা শু্যাম রায় নারীর পাদপদ্ম মাথায় নিলে ॥ ত্ৰিজগতের চিস্তা শ্ৰীহরি অাজ নারীর চিস্ত হ’লেন গো হরি অসদ্ভাব বচন ভেবে কয় লালন, রাধার দাসখতে শু্যাম বিকালে ।